দেশি মুরগি পাতলা খোসাযুক্ত ডিম পাড়ে কেনো

দেশি মুরগির পাতলা খোসাযুক্ত ডিম পাড়া সমস্যার সম্মুখীন কম বেশি সব খামারিই হয়েছি এবং এটি একটি কমন সমস্যা সবার জন্য। বর্তমান সময়ে মুরগির খাবারের উর্দ্ধমূখি দামের বাজারে, দেশি মুরগির ডিম যদি ঠিকমত পাওয়া না যায় তাহলে তা মুনাফার উপর অনেক বিরূপ প্রভাবে ফেলে।

দেশি মুরগি পাতলা খোসাযুক্ত ডিম পাড়ার কারণ

  • সুষম খাদ্যের অভাব হলে
  • ক্যালসিয়ামের ঘাটতি হলে
  • বিভিন্ন রোগে আক্রান্ত হলে

দেশি মুরগি পাতলা খোসাযুক্ত ডিম পাড়ার সমস্যার সমাধান

  • ডিমের খোসা সিদ্ধ করে তা শুখিয়ে গুড়া করে ৭ থেকে ১০ দিন খাওয়ানো
  • ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য সুনামধন্য ভেট কোম্পানির ক্যালসিয়াম এর কোর্স করানো
  • আমিষের অভাব হলে সুষম খাদ্য সরবরাহ করানো

মন্তব্য করুন