দেশি মুরগির কুচে ভাব একটি স্বাভাবিক ব্যাপার এবং মুরগি যখন ডিম পাড়া শেষ করে তখন সে নিজ থেকেই কুচে বা উমে চলে আসে। আগেরকার দিনে মা-চাচীরা, মুরগি কুচে আসলে, ডিম দিয়ে বাচ্চা ফুটাতো কিন্তু বর্তমান সময়ে অনেক দেশি মুরগির খামারি ইনকিউবেটর মেশিন এর সাহায্যে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটিয়ে থাকেন।
ইনকিউবেটর মেশিনে ডিম থেকে বাচ্চা ফুটালে, দেশি মুরগিকে কুচে বসানোর প্রয়োজন হয় না। দেশি মুরগির কুচে ভাব চলে গেলে সে আবার পুনরায় তাড়াতাড়ি ডিমে চলে আসে যা কিনা একজন দেশি মুরগির খামারির মুনাফা বৃদ্ধিতে অনেক সহায়ক।
দেশি মুরগির কুচে কিভাবে দূর করবেন?
দেশি মুরগি কুচে চলে আসলে সহজে কুচে ভাব নিজ থেকে যায় না। কুচে ভাব দূর করার জন্য খামারি নিচে উল্লেখ করা পদ্ধতিগুলো ফলো করলে খুব সহজে দেশি মুরগির কুচে ভাব দূর করতে পারবেনঃ
- দেশি মুরগি যে স্থানে ডিম পাড়ে সেই স্থান থেকে ডিম সড়িয়ে ফেলা
- মুরগিকে একটি খাচায় আলাদা করে রেখে খাবার ও পানি দেয়া ৭ দিন পর্যন্ত
- মুরগিকে ৪ – ৫ পিস মোরগের সাথে আলাদা করে রেখে দেয়া
- মুরগিকে মাথা ছাড়া, শরীরের বাকি অংশ পানি দিয়ে ভিজিয়ে গোসল করিয়ে দেয়া