শখের বশে যারা দেশি মুরগি পালন করি, অনেকেরই ইচ্ছা থাকে দেশি মুরগির ডিম থেকে বাচ্ছা ফুটানোর। কিন্তু বাচ্ছা ফুটানোর পরে কিভাবে এর যত্ন নিতে হয় অনেকেই তা জানেন না ।
প্রচলিত নিয়ম অনুযায়ী, দেশি মুরগি তার নিজের ডিম থেকে ফুটানো বাচ্ছাকে নিজেই দেখাশুনা করে। কিন্তু বিপদে পরতে হয় যখন আমরা ইনকিউবেটর মেশিন এর মাধ্যমে মুরগির ডিম থেকে বাচ্ছা ফুটায়।
ডিম থেকে বাচ্ছা ফুটার পরবর্তী ৩০ দিন পর্যন্ত যদি এই বাচ্ছাগুলোকে ঠিকভাবে দেখাশুনা করা না যায় তাহলে এদেরকে বাঁচানো অনেক কষ্টকর হয় যায়।
সুষম খাবার, পানি, আলো এবং তাপমাত্রা এই ৪ টি বিষয় দেশি মুরগির বাচ্ছা পালনের জন্য অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। এই ৪ টি বিষয় যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে দেশি মুরগির বাচ্ছা পালনে আপনি অনেকাংশে সফল হবেন।
আজকের এই লেখায় উপরে উল্লেখ করা ৪টি বিষয়ের মধ্যে আমি আপনাদের সাথে মূলত আলোচনা করবো – দেশি মুরগির বাচ্ছা ব্রুডিং এর সময় পানির সাথে কি খাওয়াবেন এই বিষয় নিয়ে।
প্রাথমিক অবস্থায় ইনকিউবেটর মেশিনে ডিম থেকে বাচ্ছা বের হওয়ার পরে ঐ বাচ্ছাগুলো অনেক দুর্বল থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তেমন থাকে না। এমতাবস্তায় মুরগির বাচ্ছার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সবল করার জন্য নিচের দেয়া ৩টি পদ্ধতি থেকে যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারবেনঃ
পদ্ধতি ০১ – দেশি মুরগির বাচ্ছা ব্রুডিং এর সময় পানির সাথে কি খাওয়াবেন
💊 লাইসোভিট পাউডার – ১ লিটার পানির সাথে ২ গ্রাম লাইসোভিট পাউডার মিশিয়ে একটানা ৭ দিন খাওয়াতে হবে। এর পরের দিনগুলোতে ১ লিটার পানির সাথে ২ মিলি জিসভেট এবং ২ মিলি ক্যালপ্লেক্স সিরাপ মিক্স করে খাওয়াবেন। প্রতিদিন নতুন খাওয়ার পানির সাথে এই মেডিসিন মিশ্রিত করে মুরগির বাচ্চাকে পান করতে দিতে হবে।
পদ্ধতি ০২ – দেশি মুরগির বাচ্ছা ব্রুডিং এর সময় পানির সাথে কি খাওয়াবেন
💊 রেনামাইসিন পাউডার – ১ লিটার পানির সাথে ২ গ্রাম রেনামাইসিন পাউডার মিশিয়ে একটানা ৭ দিন খাওয়াতে হবে। এর পরের দিনগুলোতে ১ লিটার পানির সাথে ২ মিলি জিসভেট এবং ২ মিলি ক্যালপ্লেক্স সিরাপ মিক্স করে খাওয়াবেন। প্রতিদিন নতুন খাওয়ার পানির সাথে এই মেডিসিন মিশ্রিত করে মুরগির বাচ্চাকে পান করতে দিতে হবে।
পদ্ধতি ০৩ – দেশি মুরগির বাচ্ছা ব্রুডিং এর সময় পানির সাথে কি খাওয়াবেন
💊 হলুদ পাউডার – ১ লিটার পানির সাথে ০.৫ গ্রাম হলুদ পাউডার মিশিয়ে একটানা ৩০ দিন খাওয়াবেন। প্রতিদিন নতুন খাওয়ার পানির সাথে এই হলুদ পাউডার মিশ্রিত করে মুরগির বাচ্চাকে পান করতে দিতে হবে।
মনে রাখা প্রয়োজনঃ
- প্রতিদিন পানি পরিবর্তন করে নতুন করে পানি এবং ঔষুধ মিশিয়ে দিতে হবে
- শীতের সময়ে সকালের পানি কুসুম গরম করে ঔষুধ মিশিয়ে মুরগির বাচ্ছাকে দিতে হবে।
- রাতে অবশ্যই পানির পাত্র বের করে নিতে হবে এবং সকালে পরিষ্কার করে আবার দিতে হবে