দেশি মুরগির ভ্যাকসিন তালিকা

দেশি মুরগিকে নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ, একজন সফল খামারির অন্যতম গুণ। নিয়মিত ভ্যাকসিন প্রয়োগে দেশি মুরগি সুস্থ থাকে, রোগব্যাধি কম হয় এবং খামারির মুনাফা বৃদ্ধি পায়। আসুন এক নজরে দেখা যাক অত্যাবশকীয় এবং বাংলাদেশের তৈরি ভ্যাকসিন দ্বারা দেশি মুরগির বিভিন্ন রোগের ভ্যাকসিন সিডিউল।

টিকার নামরোগের নামভ্যাকসিনের মাত্রা / পরিমাণবয়সপ্রয়োগের স্থানকার্যকালমন্তব্য
BCRDVবাচ্চা মুরগির রাণীক্ষেত রোগ১০০ মাত্রা টিকাবীজ এবং ৬ সিসি বিশুদ্ধ পানিতে মিশিয়ে নিতে হয়মুরগির বাচ্চার জন্মের ৭ দিনের মধ্যে২ চোখে ১ ফোঁটা করে ২ ফোঁটা১৭ দিনবুস্টার ডোজ দিতে হয়
BCRDVবাচ্চা মুরগির রাণীক্ষেত রোগ১০০ মাত্রা টিকাবীজ এবং ৬ সিসি বিশুদ্ধ পানিতে মিশিয়ে নিতে হয়২১ দিন বয়সে পুনরায় দিতে হয়২ চোখে ১ ফোঁটা করে ২ ফোঁটা১ মাস ১০ দিনবুস্টার ডোজ দিতে হয়
ফাউল ফক্সমুরগির বসন্তটিকাবীজ ২০০ মাত্রা এবং ৬ সিসি বিশুদ্ধ পানিতে মিশিয়ে নিতে হয়২৮ তম দিনেপাখার নিচে পালক বিহীন স্থানে ১ ডোজ বা ১ ফোঁটা ঔষধ নিডল দিয়ে 3/4 ফুটা করে দিতে হবে১ বছর
RDVরাণীক্ষেত রোগ১০০ মাত্রা টিকা বীজ ১০০ মিলি বিশুদ্ধ পানিতে মিশিয়ে নিতে হয়৬০ দিন বয়সরানের মাংসে ১ সিসি করে৪ থেকে ৬ মাসপ্রতি ৪-৬ মাস পর পর এই ভ্যাকসিন দিতে হবে। যে কোনো বয়সের মোরগ বা মুরগিতে এ ভ্যাকসিন মাংসে দিতে হয়
ফাউল কলেরাকলেরা১০০ সিসি৭০ দিনপালক বা পাখা নয় চামড়ার নিচে৬ মাস

⛔ দেশি মুরগির ভ্যাকসিন নির্দিষ্ট সময়ে দিতে না পারলে যে কোনো সময় শুরু করা যায়। বিশুদ্ধ পানি / ডিষ্টিল ওয়াটার ব্যবহার করতে হবে।

মন্তব্য করুন