দেশি মুরগি পালনে, মুরগির উকুন বা পোকা একটি কমন সমস্যা এবং আমরা যারা দেশি মুরগি পালন করি, কম বেশি সবাই এই সমস্যার সম্মুখীন হয়েছি।
মুরগির উকুন বা মাইটস দূর করার জন্য আমি আমার দেশি মুরগির খামারে যে ঔষধ ব্যবহার করি তা হচ্ছে এ-মেকটিন ভেট । এই এ-মেকটিন ভেট ড্রপটি একমি কোম্পানির এবং খুব ভালো কাজ করে মুরগির উকুন দূর করতে।
কিভাবে এ-মেকটিন ভেট ব্যবহার করবেন?
মুরগির ঘাড়ে এবং লেজে ১-২ ফোঁটা করে দিতে হয়ে এবং এটি ব্যবহার করার ২ ঘন্টার মধ্যে মুরগিকে ভিজতে দেয়া যাবে না।
আপনাদের বুঝার সুবিধার্থে আমার এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে মুরগির উকুন দূর করার জন্য এই এ মেকটিন ভেট ড্রপটি ব্যবহার করবেন।