দেশি মুরগির খামারে, মুরগির ডিম আটকে যাওয়া বা Chicken Egg binding একটি কমন সমস্যা এবং কম বেশি সব খামারিই এই সমস্যার সম্মুখীন হয় থাকেন। ডিম আটকানোর ফলে মুরগি যন্ত্রণায় কাতর হয়ে পড়ে এবং চুপচাপ এক কোণায় বসে থাকে।
দেশি মুরগির ডিম আটকানোর কারণ
- ডিম আকারে বড় হলে
- ডিম্বনালী কম পিচ্ছিল হলে
- ডিম্বনালীতে অধিক চর্বি হলে
- স্নায়ুতন্ত্রের দুর্বলতা হলে
- ডিম্বনালীতে ঘা হলে
দেশি মুরগির ডিম আটকে যাওয়ার লক্ষণ
- মুরগি যন্ত্রনায় কাতর হয়ে পড়ে
- মুরগি ঘন ঘন ডিম পাড়ারে স্থানে বসে থাকে
- ঘন ঘন কোথ দেয়
- অনেক সময় পেটের ভিতর ডিম ভেঙ্গে যায় এবং সংক্রামিত হয়ে মুরগি মারা যায়
দেশি মুরগির ডিম আটকে যাওয়ার চিকিৎসা
- কুসুম গরম পানিতে পটাশ মিশিয়ে, মুরগির গলা না ভিজিয়ে সমস্থ শরীর পানিতে চুবিয়ে রাখা ৩০ মিনিটের জন্য
- আগুলে পিচ্ছিল কিছু যেমন তেল বা ভ্যাসলিন লাগিয়ে মুরগির মলদ্বারে আঙ্গুল ঢুকিয়ে ডিম বের করে নেয়া
- মুরগির পেট থেকে ডিম বের করা সম্ভব না হলে, আঙ্গুল এর সাহায্যে ডিম ভেঙ্গে এর পরে বের করা এবং সমস্ত ডিমের ময়লা মুরগির পেট থেকে বের করে ফেলা
দেশি মুরগির ডিম আটকে যাওয়া প্রতিরোধ
- মুরগিকে নিয়মিত সবুজ শাক সবজি খাওয়ানো
- সুষম দানাদার খাবার খাওয়ানো
- নিয়মিত ভিটামিন কোর্স করানো