দেশি মুরগির ঘর কেমন হওয়া উচিত

মুরগি পালনের পূর্বে মুরগির ঘর তৈরি করুন । একটি আলো বাতাস সমৃদ্ধ আদর্শ মুরগির ঘর, মুরগিকে সুস্থ রাখতে অনেক সাহায্য করে এবং একজন খামারির সফলতা ও লাভ অনেকাংশে নির্ভর করে মুরগির সুস্থতার উপরে।

কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের মধ্যে অনেক খামারি আছেন যারা আলো বাতাস সমৃদ্ধ মুরগির ঘর তৈরি করতে অনীহা প্রকাশ করে এবং যাচ্চেতাইভাবে দেশি মুরগি পালন করে থাকেন ।

যদি আপনি দেশি মুরগি পালনে সফলতা অর্জন করতে আগ্রহী হোণ তাহলে নিচের এই কাজগুলো কঠোরভাবে মেনে চলার চেষ্টা করুনঃ

  • আলো বাতাস সমৃদ্ধ দেশি মুরগির ঘর তৈরি
  • প্রতিদিন পরিষ্কার দানাদার খাবার দেয়া
  • প্রতিদিন পরিষ্কার খাবার পানি দেয়া
  • সময়মত পর্যাপ্ত খাবার ও পানি সরবরাহ নিশ্চিত করা
  • মুরগির থাকার ঘর এমোনিয়া গ্যাসমুক্ত রাখা
  • মুরগির চলাফেরা ও ডাকাডাকি খেয়াল করা।

আপনাদের সুবিধার্থে আমি আমার দেশি মুরগি খামারের জন্য মুরগির ঘরটি ভিডিওতে তুলে ধরলাম। আশা করি এই ভিডিও থেকে একটি পরিষ্কার ধারণা নিতে পারবেন ।

মন্তব্য করুন