ই-সেল / রেনা সেল ই / সেল-ই – ভিটামিন-ই ও সেলেনিয়াম এর কম্বিনেশন।
গৃহপালিত হাঁস, মুরগি, কবুতর, কোয়েল এর ভিটামিন-ই এবং সেলেনিয়াম এর অভাবজনিত সমস্যা
- ডিমের উর্বরতা কমে যায়
- রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়
- এনসেফালোম্যালাশিয়া রোগ হয়, পক্ষাঘাতের ফলে চলতে অসঙ্গতি দেখা দেয়
- বুক ও পেটের নিচে তরল পদার্থ জমে, ইডিমা হয়
- ডিম থেকে বাচ্চা ফুটার হার কমে যাওয়া
গৃহপালিত হাঁস, মুরগি, কবুতর, কোয়েল এর জন্য ভিটামিন ই এর ব্যবহার
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
- মেটিং এর মাচিউরিটি বৃদ্ধি
- ডিম উৎপাদন বৃদ্ধি
- ডিমের উর্বরতা বৃদ্ধি
- ডিম থেকে বাচ্চা ফুটানোর হার বৃদ্ধি
গৃহপালিত হাঁস, মুরগি, কবুতর, কোয়েল এর জন্য সেলেনিয়াম এর ব্যবহার
- ভিটামিন ই এর উপরের কাজগুলো সঠিক ভাবে করতে সহযোগীতা করা
- ক্রেজি চিক বেবি, এনসেফালোমেলেশিয়া প্রতিরোধ করা
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো
ই-সেল / সেল-ই / রেনা সেল-ই এর ব্যবহারের নিয়ম
- ১ মিলি সিরাপ ৩-৪ লিটার পানিতে মিশিয়ে পরপর ৫-৭ দিন খাওয়াতে হবে
- ১ মিলি ২ লিটার পানিতে মিশিয়ে পরপর ৫-৭ দিন খাওয়াতে হবে যদি ভিটামিন ই এবং সেলেনিয়াম এর অভাব তীব্র হয়ে থাকে
- প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে এই ভিটামিন-ই মিক্স করে খাওয়াতে হবে।
সিখতে চাই
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। দেশি মুরগি পালন শিখুন, নিজেকে স্বাবলম্বী করুন।