নাপা ট্যাবলেট – প্যারাসিটামলের ব্যথানাশক এবং জ্বর উপশমক গুণাবলীর সাথে কিছুটা প্রদাহবিরোধী কার্যকারিতাও রয়েছে। প্যারাসিটামল (অ্যাসিটামিনোফেন) প্রাথমিকভাবে সিএনএসে কাজ করে বলে মনে করা হয়, ইহা প্রোস্টাগ্ল্যান্ডিন এর সিনথেসিস কে ইনহিবিট করার মাধ্যমে COX-1, COX-2, and COX-3 এনজাইম এর সিনথেসিস কে ইনহিবিট করে। প্যারাসিটামল একটি প্যারা এমিনোফেনল ডেরিভেটিভ, যার ব্যথানাশক এবং জ্বর উপশমক গুণাবলীর সাথে কিছুটা প্রদাহ বিরোধী কার্যকারিতা রয়েছে। প্যারাসিটামল সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত এবং সর্বাপেক্ষা নিরাপদ ও দ্রূত কার্যকরী ব্যথানাশকদের একটি। এটি অধিক সহনশীল ও এসপিরিনজনিত অনেক পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত।
নাপা ৫০০ ট্যাবলেট গৃহপালিত হাঁস, মুরগি, কবুতর, কোয়েল এর জন্য নিমোক্ত সমস্যায় বেশ কার্যকর ভূমিকা পালন করে
- শরীর গরম বা জ্বর
- ব্যাথা
- বাতজনিত সমস্যা
নাপা ৫০০ ট্যাবলেট গৃহপালিত কবুতরের জন্য ব্যবহারের নিয়ম
- ৩০ দিন থেকে ৪ মাস বয়স পর্যন্ত নাপা ট্যাবলেট ৪ ভাগের ১ ভাগ সরাসরি মুখে খাওয়াতে হবে দিনে ২ বার
- ৪ মাসের বেশি দিন বয়স পর্যন্ত নাপা ট্যাবলেট ২ ভাগের ১ ভাগ সরাসরি মুখে খাওয়াতে হবে দিনে ২ বার
নাপা ৫০০ ট্যাবলেট গৃহপালিত কোয়েল পাখির জন্য ব্যবহারের নিয়ম
- ২০ দিনের বেশি বয়স পর্যন্ত নাপা ট্যাবলেট ২ ভাগের ১ ভাগ সরাসরি মুখে খাওয়াতে হবে দিনে ২ বার
নাপা ৫০০ ট্যাবলেট গৃহপালিত হাঁসের জন্য ব্যবহারের নিয়ম
- ৫ দিন থেকে ৬০ দিন বয়স পর্যন্ত নাপা ট্যাবলেট ৪ ভাগের ১ ভাগ সরাসরি মুখে খাওয়াতে হবে দিনে ২ বার
- ৬১ দিনের বেশি দিন বয়স পর্যন্ত নাপা ট্যাবলেট ২ ভাগের ১ ভাগ সরাসরি মুখে খাওয়াতে হবে দিনে ২ বার
নাপা ৫০০ ট্যাবলেট গৃহপালিত মুরগির জন্য ব্যবহারের নিয়ম
- ৫ দিন থেকে ৬০ দিন বয়স পর্যন্ত নাপা ট্যাবলেট ৪ ভাগের ১ ভাগ সরাসরি মুখে খাওয়াতে হবে দিনে ২ বার
- ৬১ দিনের বেশি বয়স পর্যন্ত নাপা ট্যাবলেট ২ ভাগের ১ ভাগ সরাসরি মুখে খাওয়াতে হবে দিনে ২ বার
গৃহপালিত হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখিকে জবাই বা বাজারজাত করার ৭ দিনে আগে থেকে এই নাপা ট্যাবলেট খাওয়ানো বন্ধ করে দিতে হবে