ফিলমেট ট্যাবলেট ডায়রিয়া ও আমাশয়

ফিলমেট ট্যাবলেট – মেট্রোনিডাজল ইমিডাজল জাতীয় একটি ব্যাকটেরিয়া বিরোধী ঔষধ এবং চিকিৎসাক্ষেত্রে এটি প্রোটোজোয়া বিরোধী হিসেবে কাজ করে। এনারুবিক জীবাণু দ্বারা মেট্রোনিডাজলের ৫-নাইট্রো গ্রূপটি বিজারিত হয় এবং পরীক্ষণে দেখা যায় যে, এই বিজারিত মেট্রোনিডাজল এনারুবিক জীবাণুর DNA-এর উপর কাজ করে ব্যাকটেরিসাইডাল কার্যকারিতা দেয়।

ফিলমেট ২০০ ট্যাবলেট গৃহপালিত হাঁস, মুরগি, কবুতর, কোয়েল এর জন্য নিমোক্ত সমস্যায় বেশ কার্যকর ভূমিকা পালন করেঃ

  • ডায়রিয়া
  • আমাশয়
  • চুনা পায়খানা

ফিলমেট ২০০ ট্যাবলেট গৃহপালিত হাঁস, মুরগি, কবুতর, কোয়েল এর জন্য ব্যবহারের নিয়ম

  • ৩০ দিন বয়স বাচ্চা পর্যন্ত ফিলমেট ট্যাবলেট ৪ ভাগের ১ ভাগ দিনে ২ বার
  • ৩১ দিন থেকে ৪ মাস বয়স পর্যন্ত ফিলমেট ট্যাবলেট ২ ভাগের ১ ভাগ দিনে ২ বার
  • ১২১ দিন পর থেকে বড় মোরগ মুরগির জন্য ফিলমেট ট্যাবলেট ১টি করে দিনে ২ বার

মন্তব্য করুন