ভিটামিন ও খনিজ লবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশি মুরগির জন্য। ফার্মিং পদ্ধতি ও আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করে সুষম খাবার সরবরাহ করা স্বত্তেও ভিটামিন ও মিনারেলের অভাবজনিত মারাত্নক রোগের জন্ম হয়।
ভিটামিন ও খনিজ লবণের অভাবজনিত রোগের লক্ষণ
- দেশি মুরগির দৃষ্টি শক্তি ক্ষমতা কমে যাওয়া এবং পরবর্তীতে অন্ধ হয়ে যাওয়া
- রাতকানা হয়ে যাওয়া
- ডিম উৎপাদন ও ডিমের উর্বরতা কমে যাওয়া
- ডিমের খোসা পাতলা হওয়া
- দেহের মধ্যে অস্থিরতা সৃষ্টি হওয়া
- মুরগির বাচ্চার ঘাড় পিছনে মুচড়ে যায়
- রক্ত শূণ্যতা হওয়া
- পালক বিবর্ণ হয়ে যাওয়া
- খাবারে অনীহা ও ক্ষুধা মন্দা দেখা দেয়া
- স্নায়ুবিক দুর্বলতা এবং পলি নিউরাইটস তৈরি হয়।
- পায়ের আঙ্গুল কোকড়ানো ও পক্ষাঘাত গ্রস্থ হয় এবং এ রোগকে কালটো প্যারালাইসিস বলা হয়
- ডিমের ভিতর বিকালঙ্গ বাচ্চা তৈরি হয়
- ডিমের ভিতর ভ্রূণের মৃত্যু হয়
- বাচ্চা পিছনে ও হাটুতে ভর দিয়ে হাঁটে
- মাথা ঘুরে এবং ব্যালেন্স পায় না
- পেরোসিস ও স্রিপটেনডন হওয়া
- পালক বৃদ্ধি না হওয়া
ভিটামিন ও খনিজ লবণের অভাবজনিত রোগের সমাধান
- পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি খাওয়ানো
- পুষ্টিগুণ সমৃদ্ধ সুষম খাবার সরবরাহ করা
- জিঙ্ক, বি, ক্যালসিয়াম, মাল্টি ভিটামিন এর মাসিক কোর্স করানো।
১২ মাস এর ভিটামিন কোর্স সমৃদ্ধ দেশি মুরগি পালন ক্যালেন্ডার টি অর্ডার করতে ভিজিট করুন – https://www.chickenbreederctg.com/product/chicken-farming-calendar/