আলহামদুলিল্লাহ, দীর্ঘ কয়েক মাস মুরগির খামার বন্ধ থাকার পরে আবার নতুন করে দেশি মুরগি খামারটি শুরু করলাম। ১ মাসের সঠিক যত্নে এই দেশি মুরগিগুলো আবার ডিমে আসছে এবং ডিমের কাউন্ট প্রায় ৮০%। নতুন দেশি মুরগি পালনকারীদের জন্য কিছু কথা বলা হয়েছে এই ভিডিওতে যা কিনা মুরগি পালনে অনেক উপকারে আসবে।
ফেসবুক পেইজঃ https://facebook.com/chickenbreederctg
ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/@chickenbreederctg