দেশি মুরগির ডিম খেয়ে ফেলার সমস্যা কম বেশি সব খামারিই সম্মুখীন হয়েছেন বিশেষ করে যার লিটার বা কলোনী আকারে পালন করেন। দেশি মুরগি স্বভাবগতভাবে অনুকরণপ্রিয় হওয়ার কারণে একজনের যদি ডিম খেয়ে ফেলার অভ্যাস হয়ে যায় তাহলে একজনের দেখাদেখি বাকিরাও এই অভ্যাসে আসক্ত হয়ে পরে।
দেশি মুরগি ডিম খেয়ে ফেলার কারণ
- ডিম পাড়ার অপর্যাপ্ত স্থান
- দেড়ি করে ডিম সংগ্রহ করা
- নরম ও পাতলা খোসাযুক্ত ডিম পাড়া
- পর্যাপ্ত পরিমাণ খাবার সরবরাহ না করলে
- খাবারে প্রাণীজ আমিষের ঘাটতি হলে
- খাবারে ক্যালসিয়ামের ঘাটতি হলে
দেশি মুরগি ডিম খেয়ে ফেলার সমস্যার সমাধান
- ডিম পাড়ার জন্য পর্যাপ্ত জায়াগার ব্যবস্থা করা
- ডিম দেড়ি করে সংগ্রহ না করা
- পর্যাপ্ত পরিমাণ সুষম ও পুষ্টিগুন সমৃদ্ধ খাবার সরবরাহ করা
- নিয়মিত ভিটামিন কোর্স করানো