তীব্র গরমে মুরগি পালনে করণীয়

বর্তমান সময়ে যে গরম পরছে এতেই মানুষেরই হাঁসফাঁস লাগছে, বোবা প্রাণিগুলোর কেমন লাগছে একবার ভাবুন তো! এই গরমে চেষ্টা করুন আপনার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখতে নিচের পদ্ধতিগুলো অনূসরণ করতে।

পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা

মুরগির খামারে বাতাসের ব্যবস্থা করুন বিশেষ করে সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পর্দা থাকলে, খামারের পর্দাগুলো সকালে খুলে দিন এবং সন্ধ্যার আগে আবার লাগিয়ে দিন

মুরগির গোসলের ব্যবস্থা করুন

এই তীব্র গরমে মুরগিকে পর্যাপ্ত পরিমাণ বালিতে গোসল ( Sand Bath) করার ব্যবস্থা করে দিন। মুরগির যখন বেশি গরম লাগে তখন এরা বেশিরভাগ সময় বালিতে গোসল করতে পছন্দ করে।

পানিতে ভিটামিন সি মিশিয়ে খাওয়ানোর ব্যবস্থা করুন

গরমের সময় ভিটামিন সি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরকে ঠান্ডা রাখতে। তাই মুরগিকে পান করা পানির সাথে ভিটামিন সি হিসেবে লেবুর রস এবং এলোভেরা বা ঘৃতকুমারী মিশিয়ে খাওয়াতে পারেন।

পর্যাপ্ত পরিমান কাচা শাক সবজি খাওয়ান

গরমের সময়ে আপনার মুরগিকে খাচা ঘাস, কলা পাতা, কলমি শাক, হেলেঞ্চি শাক ইত্যাদি খাওয়ান।

বীজ জাতীয় খাবার পরিহার করুন

বীজ জাতীয় খাবার মুরগির শরীরে অনেক হিট উৎপাদন করে। চেষ্টা করুন যেসকল বীজ জাতীয় খাবারে শরীর অনেক গরম হয় সেসব খাবার মুরগিকে না খাওয়াতে।

Happy Chicken Farming 🐔

মন্তব্য করুন