কুচে বসানো মুরগির ডিম না ফুটার কারণ

বাণ্যিজিক কিংবা শখে, অনেকেই দেশি মুরগিকে কুচে বসিয়ে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে থাকি। কিন্তু কুচে বসানো মুরগি থেকে যখন আশানুরূপ ডিম থেকে বাচ্চা বের হয় না তখন অনেকেই হতাশ হয়ে যায়। আসুন এক নজরে জেনে নেয়া যাক ডিম থেকে বাচ্চা না ফুটার সম্ভাব্য কারণগুলো ।

কুচে থাকা মুরগির সমস্যা

নতুন কুচে আসা মুরগি অনেক সময় ডিমে ঠিকমত বসে না। বসলেও বার বার উঠে যায়। এইক্ষেত্রে ঐ কুচে মুরগিকে একটি খাচার ভিতর ডিম দিয়ে বসানো গেলে এই সমস্যার অনেকটা সমাধান পাওয়া যায়। খাচার ভিতর অব্যশই পর্যাপ্ত পরিমাণ খাবার ও পানি দিয়ে রাখতে হবে।

আবহাওয়াজনিত সমস্যা

আবহাওয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটতে। গরমকালে ডিম থেকে বাচ্চা ফুটার হার অনেক কম হয় অত্যাধিক তাপ এবং আদ্রতার কারণে। এই জন্য গরমের সময় কুচে থাকা মুরগিকে পর্যাপ্ত আলো বাতাস এর ব্যবস্থা করে দিলে এই সমস্যার সমাধান পাওয়া যায় ।

বীজ ডিমের সমস্যা

কুচে থাকা দেশি মুরগি যতই ভালো করে ডিমে বসুক না কেনো, যদি বীজ ডিম ভালো না হয় তাহলে আশানুরূপ ডিম থেকে বাচ্চা ফুটে না। বীজ ডিম সমস্যার সমাধানে ভালো মোরগ ও পর্যাপ্ত পরিমাণ মোরগ রাখতে হবে এবং সুষম খাবার দিতে হবে বীজের কাউন্ট ঠিক থাকার জন্য।

Happy Chicken Farming 🐔

“কুচে বসানো মুরগির ডিম না ফুটার কারণ”-এ 2-টি মন্তব্য

  1. আমার পেজটি খুব ভালো লেগে এখানে দেশি মুরগি সম্পর্কে অনেক কি শেখা যায় এবং মুরগির সকল রোগের চিকিৎসার ঔষধের নাম জানা যায় যারা নতুন দেশি পালন করেন তাদের জন‍্য এই পেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে আমি একজন। এই ফেজ আমাকে অনেক উপকৃত করেছে তাই এই পেজটি আমার কাছে অনক অনেক ভালো লেগেছে 💝

    জবাব

মন্তব্য করুন

Item added to cart.
0 items - 0.00৳